রাঁচি, ১৭ মার্চ (হি.স.) : ঝাড়খণ্ডে ২০ মার্চ পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার রাঁচি ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। মেঘের কারণে তাপমাত্রায় এক ডিগ্রি সেলসিয়াসের পতন হয়। রাজ্যের কোথাও থাকবে রোদের দাপট, আবার কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৮ মার্চ রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। পাশাপাশি ২০ মার্চ দক্ষিণ, উত্তর-পশ্চিম জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য