কলকাতা, ৩০ মার্চ(হি.স.): ২০০২ ব্রাজিল বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি খেলোয়াড়রা রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের একটি তারকা খচিত লাইনআপের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। ব্রাজিল সকার একাডেমির সঙ্গে যৌথভাবে ফুটবল প্লাস সকার অ্যাকাডেমির দুটি প্রদর্শনীর আয়োজন করেছে, যা রবিবার ৩০ মার্চ এবং ১ এপ্রিল চেন্নাইতে অনুষ্ঠিত হবে।
৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন রোনালদিনহো গাউচো। প্রাক্তন বার্সেলোনা কিংবদন্তি ২০০২ সালের ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিলের আইকনিক দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ব্লু টাইগার্সের প্রাক্তন অধিনায়ক আইএম বিজয়ন। ম্যাচটি শুরু হবে
রবিবার সন্ধ্যা ৭টায়।
ব্রাজিল লিজেন্ডস দলের প্রতিনিধিত্ব করবেন- রোনালদিনহো, রিভালদো, গিলবার্তো সিলভা, এডমিলসন, ক্লেবারসন, জিওভানি, রিকার্ডো অলিভেরা, কাকাপা, কামান্ডুকাইয়া, এলিভেল্টন, পাওলো সার্জিও, ভায়োলা, জর্গিনহো, আমারাল, লুসিও, আলেকজান্দ্রে ফেরো এবং দুঙ্গা।
ইন্ডিয়া অল স্টারস দলের প্রতিনিধিত্ব করবেন :
আইএম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স, শানমুগান ভেঙ্কটেশ, মেহরাজুদ্দিন ওয়াদু, করণজিৎ সিং, নল্লাপ্পান মোহনরাজ, শুভাশীষ রায় চৌধুরী, অর্ণব মণ্ডল, ধর্মরাজ রাভানান, প্রদীপ এনপি, বিবিয়ানো ফার্নান্দেস, মহেশ গাওয়ালি, আলভিতো ডকুনহা, এবং মেহতাব হোসেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি