ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন
কিংস্টন, ১ এপ্রিল (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন আনলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ১৯২১ সাল থেকে ৪ বছর অধিনায়কের দায়িত্ব পালন করার পর সোমবার টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আর ওয়ানডের পর টি-২০ ও নেতৃত্ব পেয়েছ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন


কিংস্টন, ১ এপ্রিল (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন আনলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ১৯২১ সাল থেকে ৪ বছর অধিনায়কের দায়িত্ব পালন করার পর সোমবার টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আর ওয়ানডের পর টি-২০ ও নেতৃত্ব পেয়েছেন শেই হোপ। তাছাড়া টি-২০ নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রভম্যান পাওয়েলকেও। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এসব পরিবর্তনের কথা।

১০০ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়া থেকে দুই ম্যাচ দূরে থাকা ব্র্যাথওয়েট অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা বছরের শুরুতেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড । ব্র্যাথওয়েট সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বে দিয়েছেন ৩৯ টেস্টে। জয় ছিল ১০টি, হার ২২টি, বাকি ৭ টি ড্র।

পাওয়েল টি-২০ এর দায়িত্বে ছিলেন ২০২৩ সালের মে মাস থেকে। তার নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ২০২৪ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলে সুপার এইটে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande