আইপিএল ২০২৫: অরেঞ্জ ক্যাপ এখনও এলএসজির নিকোলাস পুরানের, পার্পল ক্যাপ সিএসকের নূর আহমদের দখলে
কলকাতা, ২ এপ্রিল (হি.স.): সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে এখনও পর্যন্ত লখনউয়ের নিকোলাস পুরান অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন। মঙ্গলবার পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ৪৪ রানের ইনিংসের সুবাদে তার মোট রান এখন ১৮৯, রয়েছেন শীর্ষ স্থানে। এরপরেই আছেন পাঞ্জাব কিংসের শ
আইপিএল ২০২৫:  অরেঞ্জ ক্যাপ   এলএসজির নিকোলাস পুরানের, পার্পল ক্যাপ সিএসকের নূর আহমদের দখলে


কলকাতা, ২ এপ্রিল (হি.স.): সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে এখনও পর্যন্ত লখনউয়ের নিকোলাস পুরান অরেঞ্জ ক্যাপ ধরে রেখেছেন। মঙ্গলবার পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ৪৪ রানের ইনিংসের সুবাদে তার মোট রান এখন ১৮৯, রয়েছেন শীর্ষ স্থানে। এরপরেই আছেন পাঞ্জাব কিংসের শ্রেয়শ আইয়ার(১৪৯), গুজরাট টাইটান্সের সাই সুদর্শন (১৩৭) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড (১৩৬)। পুরান যেভাবে আইপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করছেন তাতে এবারের আইপিএলে তার অরেঞ্জ ক্যাপ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ।

আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারিরা পার্পল ক্যাপ পেয়ে থাকেন। এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপের শীর্ষে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। আর লখনউয়ের শার্দুল ঠাকুর ও চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ ৬ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande