ম্যানচেস্টার, ১ এপ্রিল (হি.স.) : বোর্নমাউথের বিপক্ষে গত রবিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ ছাড়েন হলান্ড। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন তখনই তাকে নিয়ে শঙ্কা জাগে। প্রাথমিক পরীক্ষায় গত সোমবার তার চোট ধরা পড়ে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরিষ্কার হল তার চোট কতটা গুরুতর। লেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচের আগে মঙ্গলবার সেটাই জানালেন গুয়ার্দিওলা।
কোচ গুয়ার্দিওলা জানিয়েছেন,চলতি মরসুমে চোট অনেক ভুগিয়েছে সিটিকে। মরসুমের শুরুতে ছিটকে গেছেন মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রদ্রি, চোটের জন্য ছিলেন না কেভিন ডে ব্রুইনে। এবার ছিটকে পড়লেন মরসুমের সর্বোচ্চ গোলদাতা। আমাদের যত খেলোয়াড় চোট পেয়েছে তাদের জন্য খারাপ লাগছে এবং আর্লিংয়ের জন্যও। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি সে দ্রুত ফিরে আসবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি