ফোজ দো ইগুয়াকু , ১ এপ্রিল (হি.স.) : সোমবার ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুতে লক্ষ্য চাহারের বিশ্ব বক্সিং কাপ ২০২৫ অভিযান শুরুটা হল খুবই হতাশাজনক। ৮০ কেজি ওজনের প্রথম ম্যাচে ব্রাজিলের ওয়ান্ডারলি পেরেইরার কাছে ০-৫ ব্যবধানে হেরে গেছেন লক্ষ্য চাহার। বর্তমান জাতীয় লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন চাহার, পেরেরার মতো একজন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হন, যিনি ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক বিজয়ী এবং প্যারিস অলিম্পিয়ান। পেরেরা রিংয়ে চাহারকে সব সময়ই ছাড়িয়ে গেছেন। ব্রাজিলিয়ান ১৫০ এর মধ্যে ১৪৯ এর প্রায় নিখুঁত স্কোর অর্জন করেন, যেখানে চাহার ১৩৫ নিয়ে শেষ করেন।
৬ দিনের টুর্নামেন্টের মঙ্গলবার দ্বিতীয় দিনে, আরও ৩ জন ভারতীয় বক্সার - যদুমণি সিং মান্ডেংবাম (৫০ কেজি), নিখিল দুবে (৭৫ কেজি) এবং জুগনু (৮৫ কেজি) - রিংয়ে নামবেন। যদুমণি কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ে গ্রেট ব্রিটেনের এলিস ট্রোব্রিজের মুখোমুখি হবেন। নিখিল ব্রাজিলের বক্সার কাউ বেলিনির বিরুদ্ধে খেলবেন, আর জুগনু ফ্রান্সের আব্দুলায়ে ট্রোরের বিরুদ্ধে খেলবেন। এই প্রতিযোগিতাটি ভারতীয় বক্সিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে চিহ্নিত, কারণ এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাইলফলকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ২০২৮ সালের অলিম্পিকের আগে বক্সারদের তাদের অবস্থান তৈরি করার সুযোগ করে দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি