নিউইয়র্ক, ৩০ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং আমেরিকায় ২৭:০০.২২ সেকেন্ড সময় নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের একটি ইভেন্ট দ্য টেন প্রতিযোগিতায় ১০,০০০ মিটার দৌড়ে তার জাতীয় রেকর্ড ভেঙেছেন।
হ্যাংজু এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকজয়ী দৌড়বিদের আগের রেকর্ডটি ছিল গত বছরের নভেম্বরে জাপানের হাচিওজিতে, ২৭:১৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে দৌড়েছিলেন। ব্যাংককে ২০২৩ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী ২৬ বছর বয়সী এই খেলোয়াড় গত বছর দুবার জাতীয় রেকর্ড গড়েছিলেন। মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার সান জুয়ান ক্যাপিস্ট্রানোতে তিনি ২৭:৪১.৮১ সেকেন্ড সময় নিয়ে তার রেকর্ড উন্নত করেছিলেন।
গুলবীর সিং ২৭:০০.২২ সেকেন্ড সময় করে তার জাতীয় ১০,০০০ মিটার রেকর্ড উন্নত করেছেন। শনিবার আমেরিকায় দ্য টেন প্রতিযোগিতায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে। উত্তর প্রদেশের বাসিন্দা গুলবীর গত বছর ১৩:১১.৮২ সেকেন্ড সময় নিয়ে ৫,০০০ মিটারে জাতীয় রেকর্ডও অর্জন করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি