আইপিএল: ডিসি বনাম এসআরএইচ হেড-টু-হেড রেকর্ড
কলকাতা, ৩০ মার্চ(হি.স.) : রবিবার বিশাখাপত্তনামে হতে চলা দিল্লি ক্যাপিটালস (ডিসি) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) ম্যাচের আগে হেড-টু-হেড রেকর্ড। ডিসি বনাম এসআরএইচ-এর মুখোমুখি রেকর্ড: ম্যাচ হয়েছে : ২৪টি ডিসি জিতেছে: ১০টি এসআরএইচ জিতেছে: ১৩টি
আইপিএল:  ডিসি বনাম এসআরএইচ হেড-টু-হেড রেকর্ড


কলকাতা, ৩০ মার্চ(হি.স.) : রবিবার বিশাখাপত্তনামে হতে চলা দিল্লি ক্যাপিটালস (ডিসি) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) ম্যাচের আগে হেড-টু-হেড রেকর্ড।

ডিসি বনাম এসআরএইচ-এর মুখোমুখি রেকর্ড:

ম্যাচ হয়েছে : ২৪টি

ডিসি জিতেছে: ১০টি

এসআরএইচ জিতেছে: ১৩টি

শেষ ফলাফল: এসআরএইচ ৬৭ রানে জয়ী (২০২৪, দিল্লি)

বিশাখাপত্তনমে ডিসি রেকর্ড:

ম্যাচ হয়েছে: ৮টি

জিতেছে: ৪টি

হেরেছে: ৪টি

সর্বোচ্চ স্কোর: ২১১/৯ বনাম এলএসজি (২০২৫)

সর্বনিম্ন স্কোর: ১২১/৬ বনাম রাইজিং পুনে সুপার জায়ান্ট (২০১৬)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande