মেজর লিগ সকার: মাঠে ফিরেই মেসির গোল,শীর্ষে ইন্টার মায়ামি
ফ্লোরিডা, ৩০ মার্চ (হি.স.) : রবিবার চোট সারিয়ে ঘরের মাঠে ফিরেই দু মিনিটের মধ্যেই গোল করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসি ছিলেন না শুরুর একাদশে।দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ। আর নেমেই দু মিনিটের মধ্যে গোল করলেন মেসি। লিগে এব
মেজর লিগ সকার:  মাঠে ফিরেই মেসির গোল,শীর্ষে ইন্টার মায়ামি


ফ্লোরিডা, ৩০ মার্চ (হি.স.) : রবিবার চোট সারিয়ে ঘরের মাঠে ফিরেই দু মিনিটের মধ্যেই গোল করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসি ছিলেন না শুরুর একাদশে।দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ। আর নেমেই দু মিনিটের মধ্যে গোল করলেন মেসি। লিগে এবার ৩ ম্যাচে মেসির দ্বিতীয় গোল এটি। একটি গোলে সহায়তাও আছে।

এর আগে ম্যাচের ২৩ মিনিটে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট টেইলর। ৮০ মিনিটে একটি গোল শোধ দেয় ফিলাডেলফিয়া। ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ২-১ গোলে। আর এক ম্যাচ কম খেলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট এখন মায়ামির। ৬ ম্যাচ খেলে ১২ পয়েন্ট কলম্বাস ক্রু ও ফিলাডেলফিয়ার। মায়ামির পরের ম্যাচ আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ সিরিজে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে। মেসিকে সেই ম্যাচে পাওয়া যাবে বলে মনে করছেন কোচ মাসচেরানো।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande