২০২৫-২৬ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়সূচীর ঘোষণা
অ্যাডিলেড , ৩০ মার্চ(হি.স.) : রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ২০২৫-২৬ মরসুমের একদিনের ও টি-২০ ক্রিকেটের সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরের সূচী। মেন ইন ব্লু ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে ৩ টি ওয়ানডে এবং ৫টি টি-২০
২০২৫-২৬ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়সূচী ঘোষণা করা হয়েছে


অ্যাডিলেড , ৩০ মার্চ(হি.স.) : রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ২০২৫-২৬ মরসুমের একদিনের ও টি-২০ ক্রিকেটের সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরের সূচী। মেন ইন ব্লু ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে ৩ টি ওয়ানডে এবং ৫টি টি-২০ খেলবে। ৫০ ওভারের ম্যাচগুলি দিন -রাত্রির হবে, তবে টি-২০ গুলি রাতের ম্যাচ হবে। ২০২৪-২৫ সালে ৫ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফির পর ভারত আবার অস্ট্রেলিয়া সফরে আসছে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলতে। টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতেছিল।

অস্ট্রেলিয়ার ভারত সফর ২০২৫-২৬ পূর্ণাঙ্গ সময়সূচী:

ওয়ানডে:

প্রথম ওয়ানডে - ১৯ অক্টোবর (পার্থ স্টেডিয়াম)

দ্বিতীয় ওয়ানডে - ২৩ অক্টোবর (অ্যাডিলেড ওভাল)

তৃতীয় ওয়ানডে - ২৫ অক্টোবর (এসসিজি)

টি-২০ :

প্রথম টি-২০ : ২৯ অক্টোবর (মানুকা ওভাল)

দ্বিতীয় টি-২০ : ৩১ অক্টোবর (এমসিজি)

তৃতীয়টি-২০ : ২ নভেম্বর (বেলেরিভ ওভাল)

চতুর্থ টি-২০ : ৬ নভেম্বর (গোল্ড কোস্ট স্টেডিয়াম)

পঞ্চম টি-২০ : ৮ নভেম্বর (দ্য গাব্বা)

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande