কলকাতা, ১ এপ্রিল (হি.স.): ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফের বঙ্গ বিজেপিতে 'দ্বন্দ্ব'! নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সব পদ 'ছাড়ছেন' বিজেপি বিধায়ক!
'শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন।' নেতৃত্বের একাংশের বিরুদ্ধে এই ভাষাতেই সরব হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক!
নেতৃত্বের একাংশকে অভিযুক্ত করে দলীয় সব পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি ! সামাজিক মাধ্যমের পোস্টে মনোজ ওঁরাও লিখলেন, 'একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকব।' এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নাম না করে কাদের দিকে নিশানা করলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক ?
বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা অবশ্য মনোজ ওঁরাও বলেননি। তাঁর বক্তব্য, দলীয় যেসব পদ ছিল সেগুলি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। অর্থাৎ, দলের অভ্যন্তরীণ সমীকরণ, নেতৃত্বের প্রশ্নে তাঁর ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ তিনি প্রকাশ্যে জানালেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত