বিলোনিয়া (ত্রিপুরা), ২ এপ্রিল (হি.স.) : তামিলনাড়ুর কোয়ম্বোটরে সিপিআই(এম) এর পার্টি কংগ্রেসকে সংহতি জানিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতেও রক্ত রঞ্জিত পতাকা উত্তোলন করল সিপিআই(এম)।
বুধবার থেকে তামিলনাডুর কোয়ম্বোটরে শুরু হয় সিপিআই(এম) পার্টি কংগ্রেস। পার্টি কংগ্রেসকে সংহতি জানিয়ে এদিন সিপিআই(এম) মহকুমা অফিস প্রাঙ্গনে পার্টির রক্ত রঞ্জিত পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক। শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআই(এম) নেতৃত্ব। এছাড়া বিলোনিয়া ছাত্র যুব ভবন প্রাঙ্গনে সিপিআই(এম) এর পতাকা উত্তোলন করেন দলের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআই(এম) নেতা বিজয় তিলক, দীপঙ্কর সেন, আশিষ দত্ত, রিপু সাহা প্রমুখ। এছাড়া বিলোনিয়া মহকুমার বিভিন্ন অঞ্চলে সিপিআই(এম) পার্টি কংগ্রেস উপলক্ষে পার্টির পতাকা উত্তোলন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das