আগরতলা, ২ এপ্রিল (হি.স.) : আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হল কৃষি। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পায় সেদিকে সকলকে গুরুত্ব দিতে হবে। বুধবার বামুটিয়া ব্লকের উত্তর লক্ষ্মীলুঙ্গায় নবনির্মিত বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, সরকার কৃষিতে রাজ্যকে স্বয়ম্ভর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। তাই কোনও চাষযোগ্য জমিকে খালি রাখা যাবে না। উন্নতমানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, নিয়মিত মাটি পরীক্ষার মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানো সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা ও ভাইস চেয়ারম্যান টুটন দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজসেবী শিবেন্দ্র দাস, কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das