ধোনি-কোহলি-রোহিতের পাশে নাম লেখালেন মণীশ পান্ডে
মুম্বই, ১ এপ্রিল(হি.স.): সোমবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে একটি কীর্তি গড়া হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এর মণীশ পান্ডের। আইপিএলের সবকটি আসরে খেলা হয়ে গেল তাঁর। এর ফলে চতুর্থ ক্রিকেটার হয়ে গেলেন তিনি। কলকাতা
ধোনি-কোহলি-রোহিতের পাশে নাম লেখালেন মানিশ পান্ডে


মুম্বই, ১ এপ্রিল(হি.স.): সোমবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে একটি কীর্তি গড়া হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এর মণীশ পান্ডের। আইপিএলের সবকটি আসরে খেলা হয়ে গেল তাঁর। এর ফলে চতুর্থ ক্রিকেটার হয়ে গেলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে নেমেছিলেন মণীশ পান্ডে। এই তালিকায় ভারতীয় ক্রিকেটের তিন মহীরুহ মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশে বসলেন মণীশ।

এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে ১৮ আসরের সবগুলোতে একই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কোহলি। দুটি করে দলের হয়ে খেলেছেন ধোনি ও রোহিত। মণীশ খেলেছেন ভিন্ন সাত দলের হয়ে। তবে আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় ধোনি, রোহিত ও কোহলি যেখানে শীর্ষ চারের মধ্যে আছেন, মানিশ সেখানে আছেন ১৯ নম্বরে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande