বাঁকুড়া, ১ এপ্রিল(হি.স.) : শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শ্রম কোড বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন শ্রমিক সংগঠনগুলির। মঙ্গলবার সকালে বাঁকুড়া ষ্টেশন ও বাসস্ট্যান্ডে শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে বাঁকুড়া রেল স্টেশনের সামনে ও গোবিন্দনগর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনসমূহর পক্ষ থেকে সংগঠিত হলো প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচী। বিক্ষোভ সভা শেষে পোড়ানো হয় শ্রম কোডের প্রতিলিপি। এই বিক্ষোভ প্রতিবাদে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী ও উজ্জ্বল সরকার, এআইটিইউসি নেতা ভাস্কর সিংহ, ইউটিইউসি'র সুনীল পাত্র ও ১২ই জুলাই কমিটির নেতা দেবজিৎ চক্রবর্তী প্রমুখ।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট