ধর্মনগর (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজনগর গ্রামে নাথ সম্প্রদায়ের উদ্যোগে এক সালিশ বৈঠকে দাস সম্প্রদায়ের সদস্য সুনীল দাস এবং তার পরিবারের সদস্যদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।
সোমবার আনন্দবাজার বাজার শেডে অনুষ্ঠিত ওই বৈঠকে অভিযোগ করা হয় যে সুনীল দাস এবং তার ছেলে বিপ্লব দাস নাথ সম্প্রদায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন এবং স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।
রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমর দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই সালিশি সভায় উপস্থিত ছিলেন। বৈঠকের পর উত্তেজিত যুবকরা ধর্মনগর-কৈলাসহর সড়ক অবরোধ করে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। তবে, পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে পুলিশ দাস পরিবারের বিরুদ্ধে সভায় উপস্থিতদের কাছ থেকে অভিযোগ পায়।
উচ্ছেদ আদেশের বৈধতা নিয়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। জানা গিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল দাস পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও দুই সম্প্রদায়ের মধ্যে চাপা উত্তেজনা অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das