তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক এমন জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে থাকেন। এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যায় জনজাতি রয়েছেন যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল।
এলাকাগুলির মধ্যে কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরা পাড়ার বাসিন্দারা এখনও পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রায় দুই শতাধিক পরিবার পানীয় জলের জন্য এখনও একটি মাত্র রিং কুয়ার উপর নির্ভরশীল। পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে। সেগুলি একদিকে যেমন যথেষ্ট নয় এর পাশাপাশি জলও থাকে না। গাড়ি দিয়ে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয়। ফলে বাধ্য হয়ে কেউ ছড়ার জল, কেউ জমানো জল, আবার কেউ পাথর চুয়ানো জলের উপর নির্ভর করছেন। অভিযোগ, ডিডাব্লিউএস দপ্তর থেকে গাড়ি দিয়ে যে জল সরবরাহ করা হয় তাও ব্যাবহারের অযোগ্য। সার্বিকভাবে এই সমস্ত এলাকায় পানীয়জলের ব্যবস্থা অতি দ্রুত করা দরকার বলে দাবি স্থানীয়দের।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ