কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): এসএসসি-তে নিয়োগে আইনি রায়-সহ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।
বিরোধী দলনেতা মনে করেন, হয় ক্ষমতা না হলে টাকার বিনিময়ে মমতা অযোগ্যদের চাকরি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগ্যদের নাম ইচ্ছে করেই সামনে আনছেন না। কারণ, তাহলেই তিনি হাতেনাতে ধরা পড়ে যাবেন। সরকারও মেনে নিতে বাধ্য হবে অযোগ্যদের কাজ দিয়েছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত