পাথারকান্দি (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : কাশ্মীরের পহেলগাম কাণ্ডে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠছে। ন্যাক্কারজনক নৃশংস ঘটনার প্রতিবাদে আজ শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন পেকুরগ্রাম শ্রীমণ্ডপে খালোপাড় উন্নয়ন কমিটির উদ্যোগে সাতগ্রাম, দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, ছাত্রাগ্রাম, মন্ত্রীগ্রাম, পাত্রগ্রাম, নয়াডহর এবং পেকুরগ্রামের শতাধিক জনগণের উপস্থিতিতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সেই সঙ্গে সংগঠিত ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপস্থিত জনসাধারণ। এছাড়া খালোপার উন্নয়ন কমিটি ওই কাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস