হাফলং (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হাডিংমা নির্বাচনী কেন্দ্রের বাখোরমা হাডিঙে প্ৰথমবারের মতো ডিমা হাসাও-এ ‘অর্কিড উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার অনুষ্ঠিত অর্কিড উৎসবে প্ৰধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।
জেলা সদর হাফলং থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত বাখোরমা হাডিঙে ৩৫০-এর বেশি অর্কিড প্রজাতি, বন্যপ্রাণী, পাখি, ভেষজ এবং উদ্ভিদের আবাসস্থল, যা মনোমুগ্ধকর দৃশ্য। এই উৎসবের লক্ষ্য অর্কিডের সৌন্দর্য উদযাপন করা, একই সাথে সচেতনতা বৃদ্ধি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে উৎসাহিত করার এক প্রচেষ্টা।
আজ অনুষ্ঠিত অর্কিড উৎসব উপলক্ষ্যে বাখোরমা হাডিং অর্কিড পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবোলাল গার্লোসা বলেন, আমার দৃঢ় বিশ্বাস, বাখোরমা হাডিং অদূর ভবিষ্যতে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রস্থল হয়ে উঠবে। কারণ এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্রস্থল হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে।
ডিমা হাসাও জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত অর্কিড উৎসবের উদ্যোগ গ্রহণ করেছে ডিমা হাসাও জেলা বন বিভাগ এবং জেলা পর্যটন বিভাগ। এদিন অর্কিড উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন, প্রবীতা জহরি, পারিষদ ধৃতি থাওসেন প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব