হাফলং (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ রাজ্যের বিভিন্ন জেলায় রবীন্দ্রনৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত করছে। জেলায় জেলায় এই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য স্থানীয় আহ্বায়ক নিয়োজিত করেছে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ।
আজ রবিবার শৈলশহর হাফলঙে ডিমা হাসাও জেলার আহ্বায়ক পঙ্কজকুমার দেবের পরিচালনায় হাফলং পিএম শ্রী সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত রবীন্দ্রনৃত্য ও সংগীত প্রতিযোগিতায় সমগ্র পাহাড়ি জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সদস্য লিটন চক্রবর্তী এবং ডিমা হাসাও জেলার সহকারী কমিশনার বিপ্লজিৎ পুরকায়স্থ।
রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় বয়স অনুসারে তিনটি গ্রুপ করা হয়েছে এ, বি, সি তিনটি বিভাগ। এই তিনটি বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরাসরি আগামী ১০ এবং ১১ মে গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ১২ মের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব