কংগ্ৰেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের গড়িতে হামলার মূল অভিযুক্ত দলেরই বহিষ্কৃত কর্মী : আইজিপি
গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : সংসদ সদস্য প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শিবামণি বরার গাড়িতে হামলার সাথে জড়িত মূল অভিযুক্তকে শনাক্ত করেছে আসাম পুলিশ। হামলাকারীকে মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ের বাসিন্দা দুদিন আগে বহিষ্কৃত কংগ্রেস কর্মী ইমদাদুল ইসলাম বলে শনাক্
কংগ্ৰেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের কনভয়ে হামলা


গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : সংসদ সদস্য প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শিবামণি বরার গাড়িতে হামলার সাথে জড়িত মূল অভিযুক্তকে শনাক্ত করেছে আসাম পুলিশ। হামলাকারীকে মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ের বাসিন্দা দুদিন আগে বহিষ্কৃত কংগ্রেস কর্মী ইমদাদুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার বটদ্রবা থানায় দাঁড়িয়ে তদন্তের আপডেট প্রদান করে রাজ্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অখিলেশ কুমার সিং এবং নগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন। তাঁরা মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে আশ্বস্ত করেছেন, সাংসদ বরদলৈয়ের গাড়িতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য কাঁপছে নির্বাচনী জ্বরে। এমতাবস্থায় গতকাল ২৭ এপ্রিল রাতে নিৰ্বাচনী প্ৰচারণা থেকে ফেরার পথে নগাঁও জেলার ধিং-এ কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর গাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। হামলার সময় বটদ্ৰবার বিধায়ক শিবামণি বরাও একটি গাড়িতে ছিলেন।

খবর পাওয়া গিয়েছিল, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতকারী কনভয়ের পাঁচটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি। তবে গাড়ির ক্ষতি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande