দুর্গাপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বেসরকারি হাসপাতালে যুবকের মৃত্যু
দুর্গাপুর, ২৮ এপ্রিল (হি .স.) : চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল দুর্গাপুরের শোভাপুর। সোমবার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নিরঞ্জন দেওয়াসি (৩২) নামে এক যুবকের। ঘটনার পর বিচার চেয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পরিস
দুর্গাপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বেসরকারি হাসপাতালে যুবকের মৃত্যু


দুর্গাপুর, ২৮ এপ্রিল (হি .স.) : চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল দুর্গাপুরের শোভাপুর। সোমবার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নিরঞ্জন দেওয়াসি (৩২) নামে এক যুবকের। ঘটনার পর বিচার চেয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশবাহিনী। জানা গেছে, কাঁকসার গাংবিল গ্রামের বাসিন্দা নিরঞ্জন দুর্গাপুরের একটি ইস্পাত কারখানার ঠিকাশ্রমিক ছিলেন। কাজে গিয়ে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার রাতে স্থানান্তরিত করা হয় শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হয় পরিবারের সদস্যদের।

পরিজনদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিরঞ্জনের। তাঁরা দাবি করেন, রাতভর দেখতে দেওয়া হয়নি নিরঞ্জনকে। সকালে জোর করে হাসপাতালে ঢুকে তাঁকে রক্তাক্ত ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তাঁরা। এরপরই মৃত্যুর ঘোষণা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য মেলেনি।

উল্লেখ্য, ওই বেসরকারি হাসপাতাল আগেও চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিতর্কে জড়িয়েছে। গত ১৮ এপ্রিলও একই ধরনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গুলি চালানোর অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছিলেন। পশ্চিম বর্ধমানের সিএমওএইচ শেখ মহম্মদ ইউনুস জানিয়েছেন, অভিযোগ এলে তদন্ত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande