আগরতলা (ত্রিপুরা), ২৭ এপ্রিল (হি.স.) : রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের আয়োজন করে বিজেপির বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অধীন কামালঘাটের ১৭ নম্বর বুথ কমিটি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। স্থানীয় নেতৃবৃন্দ এবং জনগণকে নিয়ে এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পহেলগামের হামলার নিন্দা জানিয়েছেন। দেশের সব প্রদেশ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। হামলায় নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশ কোথায় ছিল আর আজ কোথায় পৌঁছেছে তা আমাদের বুঝতে হবে। ২০১৪ সালের আগে সন্ত্রাসবাদ গোটা দেশে মাথাচারা দিয়ে উঠেছিল। মুম্বই হামলা, সংসদে হামলা এমনকি উত্তর পূর্বাঞ্চলে অস্থির পরিবেশ ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের পর গোটা দেশের চিত্র পাল্টে গেছে। এক্ট ইস্ট পলিসির কারণে উত্তর-পূর্বাঞ্চলের সমূহ সুবিধা হয়েছে। আজ বিশ্বে ভারতের স্থান কোথায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা আমাদের মূল্যায়ন করতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মন কি বাত-এ এদিন পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাত-এ প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র ক্রমশ শক্তিশালী হচ্ছিল, স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি। এই অনুষ্ঠানে নিহতদের পরিবার পরিজনদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি পরিবার ন্যায় বিচার পাবেন। এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ