গুয়াহাটি, ১৫ এপ্রিল (হি.স.) : ‘অসমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দিয়েছে কংগ্রেস...’, দাবি মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার। তিনি বলেন, ‘বিজেপি ইতিমধ্যেই কমপক্ষে ২০০টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘এছাড়া ১৭ থেকে ১৮টি জেলা পরিষদ আসনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে চলে যাবে। মনে হচ্ছে, ভোটগ্রহণের বিজেপি বড় জয় পেয়ে যাবে।’
বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়াকে পাশে নিয়ে বিরোধীদের সরাসরি আক্রমণ করে ড. শর্মা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস বিজেপিকে ওয়াকওভার দিয়েছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল - সবকিছুতেই আমরা জিতব।’
মুখ্যমন্ত্রীর এই দাবি অসমের স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ওপর বিজেপির ক্রমবর্ধমান আধিপত্য এবং বিরোধী শিবিরের মধ্যে স্পষ্ট বিশৃঙ্খলা, বিশেষ করে কংগ্রেস, যা সাম্প্রতিক বছরগুলিতে তৃণমূল পর্যায়ে উপস্থিতির অভাবের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছে, তার প্রতি ইঙ্গিত দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস