বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন শ্রমিক
আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন এক শ্রমিক৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার কামালঘাটে৷ মৃত শ্রমিকের নাম প্রসেনজিৎ দাস৷ বয়স চৌত্রিশ বছর৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে,
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন এক শ্রমিক৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার কামালঘাটে৷ মৃত শ্রমিকের নাম প্রসেনজিৎ দাস৷ বয়স চৌত্রিশ বছর৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সেকেরকোট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস অন্যান্য শ্রমিকদের সাথে কামালঘাটের বাসিন্দা অপু বিশ্বাসের বাড়িতে যান সাব মার্সিবলের কাজে৷ সেখানে জলের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রসেনজিৎ৷ বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে সাথে সাথেই তাঁকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসেন৷

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রসেনজিৎকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷ পরে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে৷ খোঁজখবর নিতে হাসপাতালে যায় পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande