মাদক মামলায় গ্রেফতার মালয়ালম অভিনেতা টম চাকো
কোচি, ১৯ এপ্রিল (হি.স.): একটি মাদক মামলায় গ্রেফতার হলেন মালয়ালম অভিনেতা টম চাকো। কেরল পুলিশ শনিবার তাঁকে গ্রেফতার করেছে। মালয়ালম অভিনেতা টম চাকোকে শনিবার কোচি পুলিশ একটি মাদক মামলায় চার ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করেছে। মাদক বিরোধী তল
মাদক মামলায় গ্রেফতার মালয়ালম অভিনেতা টম চাকো


কোচি, ১৯ এপ্রিল (হি.স.): একটি মাদক মামলায় গ্রেফতার হলেন মালয়ালম অভিনেতা টম চাকো। কেরল পুলিশ শনিবার তাঁকে গ্রেফতার করেছে। মালয়ালম অভিনেতা টম চাকোকে শনিবার কোচি পুলিশ একটি মাদক মামলায় চার ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করেছে। মাদক বিরোধী তল্লাশি অভিযানের সময় কোচির একটি হোটেল থেকে চাকো পালিয়ে যাওয়ার কয়েকদিন পর এই গ্রেফতার।

উল্লেখ্য, মাদক বিরোধী অভিযান চলছে লক্ষ্য করে হোটেল থেকে এর আগে পালিয়ে গিয়েছিলেন অভিনেতা। বৃহস্পতিবার কোচি সিটি পুলিশ জানায়, অভিনেতা টম চাকোর পালানোর পেছনের কারণ অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের মাদকবিরোধী তল্লাশি দেখে হোটেলের ঘর থেকে পালিয়ে যায় অভিনেতা। কোচি সিটি পুলিশের অধীনস্থ ডিস্ট্রিক্ট অ্যান্টি-নারকোটিক স্পেশাল অ্যাকশন ফোর্স (ডিএনএসএএফ) এই তল্লাশি চালায়। তারপরেই শনিবার গ্রেফতার হলেন মালয়ালম অভিনেতা টম চাকো।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande