আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী জড়িত থাকার ঘটনায় ধিক্কার জানিয়ে আগরতলায় রেলি করল প্রদেশ বিজেপির যুব মোর্চা৷ শুক্রবার আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই রেলি৷
রেলিতে অংশ নেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের নারী নেত্রী পাপিয়া দত্ত সহ বিজেপি ও যুব মোর্চার কার্যকর্তারা৷ এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সম্প্রতি ইডি এই মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে৷ এতে হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে বলে প্রকাশ পেয়েছে৷ এর জন্য গোটা দেশ কলঙ্কিত হয়েছে৷
এদিকে, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির যুব মোর্চা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদব লাল দেবনাথ, জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ আরও অনেকে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das