গুয়াহাটি, ১৫ এপ্রিল (হি.স.) : সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) পোর্টালের সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সন্ধান এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। গত কয়েকদিনের প্রচেষ্টায় যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি এবং মূল্যবান সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। এই সময়ের মধ্যে সফলভাবে ৫২৮টি মোবাইল ফোনের সন্ধান লাভ করা হয়েছে। এই পদক্ষেপ সুরক্ষা নিশ্চিত করতে এবং দ্রুত জনসেবা প্রদানে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকাকে তুলে ধরে।
আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এই সময়ের মধ্যে ৫২৮টি মোবাইল ফোনের সন্ধান লাভ করা হয়েছে। এগুলির মধ্যে ১০৯টি ডিভাইস রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চুরিকৃত বা অবৈধভাবে রাখার জন্য ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি তাদের সঠিক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যা এই পদ্ধিতর কার্যকারিতা এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জনসেবার জন্য প্রদত্ত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদেরকে রেল মদতের মাধ্যমে যে কোনও হারিয়া যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের রিপোর্ট করতে উৎসাহিত করে। আরপিএফ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য উৎসৰ্গিত থাকে। নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং জনসাধারণের সহযোগিতার মাধ্যমে রেলওয়ে তার নেটওয়ার্কে সুরক্ষা এবং বিশ্বাসকে আরও উন্নত করার লক্ষ্য স্থির করেছে বলে দাবি করা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস