কমখরচে উন্নতমানের স্নায়ুর চিকিত্‍সা ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবার দিশারী ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল। মঙ্গলবার নববর্ষের দিন ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে (বিএসএসএইচ) উন্নত পরিষেবা প্রদানে নতুন নিউরো-রিহ্যাবিলিটেশন ব্যবস্থাপনার উদ্বোধন হয়। এর ফলে স্নায়বিক ব্যা
কমখরচে উন্নতমানের স্নায়ুর চিকিত্‍সা ভারত সেবাশ্রম সংঘে


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবার দিশারী ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল। মঙ্গলবার নববর্ষের দিন ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে (বিএসএসএইচ) উন্নত পরিষেবা প্রদানে নতুন নিউরো-রিহ্যাবিলিটেশন ব্যবস্থাপনার উদ্বোধন হয়। এর ফলে স্নায়বিক ব্যাধি সম্পর্কে যেমন বিস্তারিত জানা যাবে এবং তেমনই তা নিরাময়ের ব্যবস্থাও করা হবে। এই প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেছাসেবী সংগঠন স্ট্রোক ফাউন্ডেশন প্রবাহ।

উল্লেখ্য, স্ট্রোকে আক্রান্ত রোগীকে চিকিৎসার পরে বাড়িতে পাঠিয়ে ফিজিয়োথেরাপির নিদান দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই। তবে, পক্ষাঘাতগ্রস্ত ওই রোগীর ফিজিয়োথেরাপি ছাড়াও অন্যান্য চিকিৎসারও প্রয়োজন হতে পারে। এবার সেই পরিষেবাই চালু করল ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল। যেখানে স্ট্রোক, দুর্ঘটনায় মস্তিষ্কে বা মেরুদণ্ডে পাওয়া চোট, পারকিনসন্‌স, মোটর নিউরোন ডিজিজ-সহ বিভিন্ন স্নায়ুরোগের নির্দিষ্ট চিকিৎসার পরবর্তী ধাপ হিসাবে মিলবে রিহ্যাবের সুযোগ।

প্রসঙ্গত, নিউরো-রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিটি রোগীর প্রয়োজন অনুসারে সমন্বিত চিকিৎসার মাধ্যমে রোগীদের স্বাভাবিক জীবন ফিরে পেতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande