শীঘ্ৰ শুরু হবে শিলং বিমানবন্দর আপগ্রেডেশনের কাজ, ২০২৬ সালের মধ্যে চলাচল করবে বড় বড় বিমান : উপ-মুখ্যমন্ত্রী স্নিয়াওভালং
শিলং, ১৫ এপ্রিল (হি.স.) : ২০২৬ সালের মধ্যে মেঘালয়ের উমরইয়ে অবস্থিত শিলং বিমানবন্দরে বড় উড়ান অবতরণ ও উড়তে সক্ষম হবে। এটা মেঘালয়ে যোগাযোগ এবং উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষে বলেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্ৰী তথা পরিবহণ দফতরের মন্ত্রী
মেঘালয়ের উমরইয়ে অবস্থিত শিলং বিমানবন্দর


শিলং, ১৫ এপ্রিল (হি.স.) : ২০২৬ সালের মধ্যে মেঘালয়ের উমরইয়ে অবস্থিত শিলং বিমানবন্দরে বড় উড়ান অবতরণ ও উড়তে সক্ষম হবে। এটা মেঘালয়ে যোগাযোগ এবং উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষে বলেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্ৰী তথা পরিবহণ দফতরের মন্ত্রী স্নিয়াওভালং ধার।

উপ-মুখ্যমন্ত্ৰী স্নিয়াওভালং ধার বলেন, ‘খুব শীঘ্রই শিলং বিমানবন্দর সম্প্রসারণ তথা আপগ্রেডেশনের কাজ শুরু হবে। বিমানবন্দরটি আপগ্রেডেট হয়ে গেলে ২০২৬ সালের মধ্যে বড় বড় উড়ান এখানে অবতরণ করতে পারবে বলে আশাবাদী তিনি।’ উপ-মুখ্যমন্ত্ৰী বলেন, ‘ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১১৯ কোটি টাকার টেন্ডার আহ্বান করেছে। মোটা অঙ্কের এই টেন্ডারের লক্ষ্য বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রী পরিবহণ ক্ষমতা বৃদ্ধি এবং বড় বড় বিমান পরিচালনা সক্ষম করা।’

স্নিয়াওভালং ধার বলেন, ‘আপগ্রেডেশনের কাজ সম্পন্ন হয়ে গেলে এই বিমানবন্দরটি মেঘালয়ের বিমান চলাচল নেটওয়ার্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং দেশের প্রধান শহরগুলির সাথে আরও ভালো সংহতকরণকে উৎসাহিত করবে বলে আমরা আশা করছি।’

এখানে উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এর আগে এই প্রকল্পকে মেঘালয়ের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে বর্ণনা করে এর বলে পর্যটন বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অ্যাক্সেসযোগ্যতা উন্নত করার সম্ভাবনা তুলে ধরেছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande