কলকাতা, ১৩ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে, একইসঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। সপ্তাহের শুরুতে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে,আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায়। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বুধবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ