মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল সহ নগদ চুরি
পশ্চিম সিংভূম, ১৩ জুলাই (হি.স.) : চক্রধরপুর শহরের ভগত সিং চকের কাছে একটি মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল ও নগদ চুরি করল চোর। শনিবার রাতে চোরেরা স্থানীয় একটি মোবাইল ফোন বিক্রির দোকানের ছাদের অ্যাসবেস্টস শিট কেটে ভেতরে ঢুকে কাউন্টারে রাখা প্রায় দু
মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল সহ নগদ চুরি


পশ্চিম সিংভূম, ১৩ জুলাই (হি.স.) : চক্রধরপুর শহরের ভগত সিং চকের কাছে একটি মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল ও নগদ চুরি করল চোর। শনিবার রাতে চোরেরা স্থানীয় একটি মোবাইল ফোন বিক্রির দোকানের ছাদের অ্যাসবেস্টস শিট কেটে ভেতরে ঢুকে কাউন্টারে রাখা প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মোবাইল ফোন, অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

রবিবার সকালে দোকানদার দোকান খুললে ভেতরে দৃশ্য দেখে হতবাক হয়ে যান। দোকানের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং অনেক দামি মোবাইল ফোন এবং নগদ টাকাও ছিল না। তিনি তাৎক্ষণিকভাবে চক্রধরপুর থানায় বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এই চুরির ঘটনার কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande