বক্সনগরে মন্ত্রী কিশোর বর্মণকে সংবর্ধনা
বক্সনগর (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণের পর ২১-নলছড় বিধানসভার বিধায়ক কিশোর বর্মণ-কে রাজ্যের উচ্চ শিক্ষা, পঞ্চায়েত ও সাধারণ প্রশাসন দফতরের মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি সিপাহীজলা জেলা ও সোনামুড়া মহকুমার একমাত
সংবর্ধনা


বক্সনগর (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণের পর ২১-নলছড় বিধানসভার বিধায়ক কিশোর বর্মণ-কে রাজ্যের উচ্চ শিক্ষা, পঞ্চায়েত ও সাধারণ প্রশাসন দফতরের মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি সিপাহীজলা জেলা ও সোনামুড়া মহকুমার একমাত্র মন্ত্রী, যা এলাকার মানুষের কাছে অত্যন্ত গর্ব ও সম্ভাবনার বার্তা বহন করছে।

এই উপলক্ষে রবিবার বিজেপি বক্সনগর মণ্ডলের উদ্যোগে কমলনগর বাজার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রীকে স্বাগত জানাতে আয়োজিত হয় এক বিশাল বাইক র‍্যালি ও পদযাত্রা। তাঁকে কমলনগর হাসপাতাল চৌমুহনী থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত সাদর অভ্যর্থনা জানানো হয় দলীয় কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে।

সংবর্ধনা মঞ্চে মন্ত্রী কিশোর বর্মণকে উত্তরীয়, পুষ্পস্তবক, চন্দনের ফোঁটা ও স্মারক প্রদান করে মণ্ডলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে বক্সনগর ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও মণ্ডল সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাঁকে সম্মান জানান।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বক্সনগর মণ্ডলের সভাপতি অনিল চন্দ্র দাস।দলের সিপাহীজলা (দক্ষিণ) জেলার সভাপতি উত্তম দাস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে কিশোর বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সিপাহীজলা জেলা সভাপতি উত্তম দাস, জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, বক্সনগর ব্লক চেয়ারম্যান অর্ণব দাস, কমলনগর ও আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। বিভিন্ন মোর্চার সভাপতি, মণ্ডলের সদস্য ও বহু বিশিষ্ট কর্মী। এছাড়াও, আজকের অনুষ্ঠানে মহিলাদের সক্রিয় ও লক্ষণীয় উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মণ জানান, তিনি পঞ্চায়েতের অন্তিম প্রান্ত থেকে উচ্চস্তর পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর। তিনি জানান, সরকারের নানা প্রকল্পের সুফল যেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষজনের দোরগোড়ায় পৌঁছায়, সেদিকে তিনি সদা সচেষ্ট থাকবেন। বক্সনগরের জনগণ এই সংবর্ধনার মাধ্যমে কেবল একজন মন্ত্রীকে অভিনন্দন জানাননি, তাঁদের স্বপ্ন, প্রত্যাশা ও উন্নয়নের বার্তাও তুলে ধরেছেন বলে অভিমত প্রকাশ করেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande