সাব্রুমে সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিক
সাব্রুম (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার কনফারেন্স হলে নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করেন বিএসএফ, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে
সাব্রুমে বৈঠক


সাব্রুম (ত্রিপুরা), ১৩ জুলাই (হি.স.) : রবিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার কনফারেন্স হলে নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করেন বিএসএফ, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) নিত্যানন্দ সরকার।

এই বিশেষ বৈঠকে মূলত আলোচিত হয় সীমান্তবর্তী এলাকায় বেড়ে চলা গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সুরকের বাড়ি সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় নিরাপত্তা ঘাটতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। সভায় উপস্থিত ছিলেন সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাস সহ অন্যান্য প্রশাসনিক ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে এবং স্থানীয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে টহলদারির পরিকল্পনা গ্রহণ করবে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী গ্রামগুলিতে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারি চালানোর কথাও উঠে আসে আলোচনায়।

বৈঠক শেষে এসডিপিও নিত্যানন্দ সরকার জানান, “ আমরা বিএসএফ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande