ভিলওয়ারা, ১৩ জুলাই (হি.স.): রবিবার ভিলওয়ারার কোটদি থানা এলাকার খারেদ গ্রামে বর্ষার ড্রেনে ডুবে দুই খুড়তুতো ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুজনেরই বয়েস প্রায় ১২ বছর। তারা জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিল, হঠাৎ তারা নালার গভীর জলে পড়ে ডুবে যায়। রবিবার সকাল ১১টার নাগাদ দুর্ঘটনা ঘটে।
ভিলওয়ারা পুলিশ সুপার ধর্মেন্দ্র সিং যাদব জানান, রবিবার ছুটির দিন হওয়ায় দুই শিশুই ছাগল চরাতে জঙ্গলে গিয়েছিল। হঠাৎ তারা নালার গভীর জলে পড়ে ডুবে যায়। জঙ্গলে উপস্থিত অন্যান্যরা দেখতে পেয়ে পরিবার এবং পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া