কুশিনগরে ট্র্যাক্টর ও গাড়ির সংঘর্ষ, মৃত চার
কুশিনগর, ১৩ জুলাই (হি.স.) : রবিবার সকালে কুশিনগর জেলার পাথারেওয়া এলাকার বাঘিকুটির কাছে চার লেনের রাস্তায় একটি গাড়ি এবং ট্র্যাক্টরের সংঘর্ষে চারজন মারা গিয়েছেন এবং দুজন আহত হয়েছেন। গাড়ির আরোহীরা ঝাড়খণ্ড থেকে সিদ্ধার্থনগর যাচ্ছিলেন। মৃতরা হলেন স
কুশিনগরে ট্র্যাক্টর ও গাড়ির সংঘর্ষ, মৃত চার


কুশিনগর, ১৩ জুলাই (হি.স.) : রবিবার সকালে কুশিনগর জেলার পাথারেওয়া এলাকার বাঘিকুটির কাছে চার লেনের রাস্তায় একটি গাড়ি এবং ট্র্যাক্টরের সংঘর্ষে চারজন মারা গিয়েছেন এবং দুজন আহত হয়েছেন। গাড়ির আরোহীরা ঝাড়খণ্ড থেকে সিদ্ধার্থনগর যাচ্ছিলেন। মৃতরা হলেন সিদ্ধার্থনগর জেলার মনোজ শর্মা, সুজিত জয়সওয়াল, রামকরণ গুপ্ত এবং কৈলাশ মণি ত্রিপাঠি।

পুলিশ জানিয়েছে, বৈদ্যনাথ ধামের দর্শন শেষে শনিবার রাত ১০টায় ঝাড়খণ্ডের দেওঘর থেকে সকলেই রওনা হয়েছিলেন। একটানা গাড়ি চালানোর কারণে সকালে তাদের ঘুমে চোখ লেগে আসে এবং একটি ট্র্যাক্টরকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন মারা যান এবং দুজন আহত হন।

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande