কলকাতা, ১৩ জুলাই (হি.স.) : একাধিক রাজ্যে বাংলাভাষীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করা হচ্ছে বলে অভিযোগ। বাঙালিদের হয়রানির প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের। ওই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেও জানা গিয়েছে।
রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, আগামী বুধবার দুপুর একটায় এই মিছিল সংঘটিত হবে। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে মিছিল। হাওড়া, কলকাতা, সল্টলেক-সহ বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা এই মিছিলে যোগ দেবেন। অবশ্যই এই মিছিলের মধ্যমণি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ