কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): মুর্শিদাবাদে আক্রান্ত হিন্দুদের পরিবারের সঙ্গে বিজেপি-র চার নেতা বুধবার সন্ধ্যায় কলকাতায় ভবানী ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।
এ দিন দলের রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার ও অপর তিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং অর্জুন সিংহ যান আলিপুরে। ভবানী ভবনে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই ওই ১১ জনকে নিয়ে রাজ্য পুলিশের সদর দফতরের বাইরেই ধর্নায় বসে পড়েন তাঁরা।
বস্তুত, ওই সময়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সংক্রান্ত বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছিলেন ডিজি রাজীব কুমার। পরে ডিজির সঙ্গে সাক্ষাতের বিষয়ে পুলিশের তরফে আশ্বস্ত করা হয় সুকান্তবাবুদের। প্রথমে পুলিশের তরফে বলা হয়, চার জনের প্রতিনিধিদলকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু তাতে রাজি হননি বিজেপি নেতারা।
সুকান্তবাবুদের বক্তব্য, তাঁরা চাইছেন ঘরছাড়াদের প্রত্যেকেই ডিজির সঙ্গে দেখা করার সুযোগ পাক। শেষে পুলিশের তরফে ১১ জন আক্রান্ত এবং চার বিজেপি নেতাকেই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত