ডিওয়াইএফআই-এর অভিযানের প্রচারে এবিভিপি-র কর্মসূচির ছবি ব্যবহারের অভিযোগ, ধরা পড়তেই উধাও পোস্ট
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ‌আই এস‌এসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচির বিষয়ে সমাজমাধ্যমে প্রচার করতে গিয়েই এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-এর আন্দোলনের ছবি ব্যবহার করল বাম যুব সংগঠনটি। এমনই অভি
সমাজমাধ্যমে করা ডিওয়াইএফআই-এর সেই বিতর্কিত পোস্ট। ছবি: সংগৃহীত


কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ‌আই এস‌এসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচির বিষয়ে সমাজমাধ্যমে প্রচার করতে গিয়েই এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-এর আন্দোলনের ছবি ব্যবহার করল বাম যুব সংগঠনটি। এমনই অভিযোগ এবিভিপি-র।

এবিভিপি রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, এটা ভ্রান্তি নয়, দুর্বলতার লক্ষণ। কলকাতায় হোক বা জেলায়, ডিওয়াইএফআই বা এসএফআই-এর এখন আর কোনও সংগঠন নেই। নিজেদের ব্যানারে কোনও কর্মসূচির ডাক দিয়ে তারা ভিড় জমাতে পারে না। একাধিক সংগঠন একত্রিত হলে তবেই দেখানোর মতো একটা সংখ্যা হয়। তা না-হলে ওদের অবস্থা কতটা করুণ, সেটা এই পোস্ট থেকেই আবার প্রমাণ হয়ে গিয়েছে।’’

উল্লেখ্য, ৪ এপ্রিল চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে বিকাশ ভবন অভিযান করা হয় এবিভিপি কলকাতা জেলার পক্ষ থেকে। সেই কর্মসূচি থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। যার মধ্যে এবিভিপি কলকাতা মহানগর ছাত্রী কনভেনর ও রাজ্য কর্মসমিতি সদস্যা শিল্পা মন্ডল‌ও ছিলেন। মহিলা পুলিশকর্মীদের সাথে তাঁর ধস্তাধস্তির ছবি ব্যবহার করা হয় ডি‌ওয়াইএফ‌আই পশ্চিমবঙ্গের ফেসবুক পেজ থেকে প্রচার করা ভিডিওতে। সাথে সাথেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সরিয়ে নেওয়া হয় পোস্টটি।

কিন্তু বিতর্ক শুরু হলেই যে ডিওয়াইএফআই পোস্টটি ডিলিট করতে পারে, এমনটা আগে থেকেই আঁচ করে পোস্টটির স্ক্রিনশটও নিয়ে রেখেছিলেন এবিভিপি কর্মীরা। সেই স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যদিও এই বিষয়ে বাম সংগঠনটির তরফে কোনও বক্তব্য জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande