ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার হরগোবিন্দ-চন্দনের পরিবারের
মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার করলেন জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক
ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার হরগোবিন্দ-চন্দনের পরিবারের


মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার করলেন জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার।

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন। তারপরেই হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার জানিয়ে দেয় তাঁদের ক্ষতিপূরণ চাই না। সেদিন পুলিশ সময় মতো এলে পরিবারের দুই সদস্যকে হারাতে হত না।

বুধবার ছিল হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের আদ্যশ্রাদ্ধ। পরিবারের সদস্যরা জানান, শ্রাদ্ধের কাজ করার জন্য কোনও পুরোহিত ও ক্ষৌরকারকে পাশে পাননি তাঁরা। ভয়েই তাঁরা কেউ আসেননি বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

শেষপর্যন্ত ক্ষৌরকার ও পুরোহিত ছাড়াই সম্পন্ন হয় শ্রাদ্ধের কাজ। এগিয়ে আসেন কীর্তনের দলের সদস্যরা। কীর্তনের মধ্যে দিয়েই শ্রাদ্ধ সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, সামসেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের আক্রমণে শহিদ দুই হিন্দু হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যার প্রতিবাদে বুধবার ‘হিন্দু শহিদ দিবস’ পালন করে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande