কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): বুধবার কলকাতায় বিজেপি রাজ্য দফতরে আসেন মুর্শিদাবাদের ঘর ছাড়া বেশ কিছু পরিবার। দলের রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে সাংবাদিক সম্মেলন করেন তাঁরা।
গত সপ্তাহে অশান্তির খবর পেতেই পদক্ষেপ করে রাজ্য পুলিশ। ডিজি রাজীব নিজে গত শনিবার যান মুর্শিদাবাদে। ঘুরে দেখেন অশান্তি কবলিত এলাকা। তবে সুকান্তবাবুদের অভিযোগ, মুর্শিদাবাদে আক্রান্ত পরিবারগুলির সকলের সঙ্গে কথা বলেননি ডিজি।
বিজেপির দাবি, এই ১১ জনও সেই তালিকাতেই আছেন। এ দিন সাংবাদিক সম্মেলনে তাঁরা এ ব্যাপারে তাঁদের প্রতিক্রিয়া জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত