উদয়পুর (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : পানীয় জলের দাবিতে ফের সড়ক অবরোধ৷ ঘটনা বুধবার গোমতী জেলার নোয়াবাড়িতে৷ স্থানীয়রা পানীয় জলের দাবিতে কিল্লা-উদয়পুর সড়ক অবরোধ করেন৷ তাতে উক্ত সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে৷ পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷
জানা গিয়েছে, দীর্ঘ তিন মাস যাবৎ ওই এলাকায় পানীয় জলের সংকট চলছে৷ এই ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছিলেন৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি৷ বাধ্য হয়ে বুধবার দুপুরে স্থানীয় নারী পুরুষ একজোট হয়ে কলসি বালতি নিয়ে কিল্লা-উদয়পুর সড়ক অবরোধ করেন৷
খবর পেয়ে প্রথমে সেখানে যায় পুলিশ৷ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানায়৷ কিন্তু, কোন কাজ হয়নি৷ পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে অশ্বাস দেন দ্রুত পানীয় জলের সমস্যা সমাধান করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়৷ তারপরই যানবাহন চলাচল স্বাভাবিক হয় ওই সড়কে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ