উদয়পুর (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের গর্জির নাতিন টিলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷
উদয়পুরের এসডিপিও নির্মাণ দাস বুধবার জানিয়েছে, এদিন গর্জি ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে নাতিন টিলার শালবাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক ব্যক্তির মৃতদেহ৷ সাথে সাথেই গর্জি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ খবর পেয়ে এসডিপিও ঘটনাস্থলে যান৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে৷ তাছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞ টিমকেও খবর দেওয়া হয়৷
এসডিপিও আরও জানিয়েছেন, মৃতদেহ দেখে বোঝা যায় কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ আনুমানিক চল্লিশ বছর হবে ওই ব্যক্তির৷ আশেপাশের লোকজনের সাথে কথা বলেও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি প্রতিটি থানায় বার্তা পাঠিয়ে নিখোঁজ সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ