খোয়াইয়ে ভোজালির আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি
খোয়াই (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : ভোজালির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার দক্ষিণ সিঙ্গিছড়া গ্রামে৷ আহত ব্যক্তির নাম মোহন আচার্য্য৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ বুধবার আহত
আহত দুই যুবক


খোয়াই (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : ভোজালির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার দক্ষিণ সিঙ্গিছড়া গ্রামে৷ আহত ব্যক্তির নাম মোহন আচার্য্য৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

বুধবার আহত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, প্রতিবেশী মন্টু কর্মকার ধারালো দা নিয়ে প্রথমে তাঁর স্বামীর উপর আক্রমণের চেষ্টা করে৷ আশেপাশের লোকজন কোনওরকমে মন্টুর হাত থেকে দা সরিয়ে নেয়৷ পরিস্থিতি কিছুটা শান্ত হতেই আচমকা কোমড় থেকে ভোজালি বের করে মোহন আচার্য্যের বুকে আঘাত করে৷ তাতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ চিৎকার চেচামেচি শুরু হয়৷ স্থানীয়রা মোহন আচার্য্যকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করেন৷

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, হামলাকারী মন্টু কর্মকার এলাকায় কুখ্যাত ‘ডন’ হিসেবে পরিচিত৷ নেশাগ্রস্ত অবস্থা বহু মানুষকে আক্রমণ করেছে৷ ইতিপূর্বে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মোহন আচার্য্য থানার দ্বারস্থ হয়ে মামলা মোকদ্দমা করেছিলেন৷ তাতে মন্টু কর্মকারকে পুলিশ গ্রেফতার করেছিল৷ এরই প্ররিপ্রেক্ষিতে মন্টু মোহনের উপর হামলা করেছে৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande