দুর্গাপুরের হাসপাতালে রোগীর আত্মীয়দের তাণ্ডব, ধৃত ৪ অভিযুক্ত
দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি.স.): রোগীর আত্মীয়দের তাণ্ডবে ব্যাপক উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে শুক্রবার রাতে দুর্গাপুরের একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এই ঘটনায়
বন্দুক


দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি.স.): রোগীর আত্মীয়দের তাণ্ডবে ব্যাপক উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে শুক্রবার রাতে দুর্গাপুরের একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুলি চালনোর ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায় ছাড়াও অমিত কর্মকার, অনিমেষ পাল এবং অজিত হাজরাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি।

পুলিশ সূত্রের খবর, দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা ৫৩ বছর বয়সী বাসুদেব পাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। বৃহস্পতিবার থেকে তাঁকে দুর্গাপুরের শোভাপুরে একটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বাসুদেবের আঘাত গুরুতর ছিল। তাই তিনি যাতে উন্নত চিকিৎসা পান, সে জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেন চিকিৎসকেরা। অন্য দিকে, রোগীর পরিবারের সদস্যদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি। তারা রোগীকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। ঘটনাক্রমে শুক্রবার রাতে বাসুদেবের পরিবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকমতো করছেন না চিকিৎসকেরা। এরপরই গুলি চলার ঘটনা ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande