নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাস হলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)-এর মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ইলিয়াস বলেছেন, যদি এই বিলটি সংসদে পাস হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করব। আমরা চুপ করে বসে থাকব না। আমাদের কাছে থাকা সমস্ত আইনি এবং সাংবিধানিক বিধান আমরা ব্যবহার করব। প্রস্তাবিত সংশোধনীগুলি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাব।
ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে, এআইএমপিএলবির মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস বলেন, এই বিলটি বৈষম্যমূলক এবং সাম্প্রদায়িকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। দুঃখের বিষয়, বিরোধী সদস্যদের উত্থাপিত বিষয়গুলিও জেপিসি বিবেচনায় নেয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ