বুলধানা, ২ এপ্রিল (হি.স.): পূর্ব মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৫টার কিছু আগে এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে শেগাঁও-খামগাঁও মহাসড়কের ওপর একটি বোলেরো গাড়ি, একটি এসটি বাস ও একটি বেসরকারি বাসের মধ্যে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে ও এবং ২৪ জন আহত হয়েছেন। আহতরা খামগাঁও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেগাঁও-খামগাঁও মহাসড়কের ওপর প্রথমে মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (এমএসআরটিসি) একটি বাস ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে একটি বেসরকারি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ