ওয়াকফ বিলে সংশোধনী মুসলিমদের উপকারী হবে, বার্তা জনসেনার
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): এনডিএ জোটের সঙ্গী জনসেনা ওয়াকফ (সংশোধনী) বিলে নিজেদের সমর্থনের কথা জানালো। জনসেনার মতে, ওয়াকফ বিলে সংশোধনী মুসলিমদের উপকারী হবে। জনসেনার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, দল মনে করে, এই সংশোধনী মুসলিম সম্প্রদায়ের জন্য উপকার
জনসেনা


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): এনডিএ জোটের সঙ্গী জনসেনা ওয়াকফ (সংশোধনী) বিলে নিজেদের সমর্থনের কথা জানালো। জনসেনার মতে, ওয়াকফ বিলে সংশোধনী মুসলিমদের উপকারী হবে। জনসেনার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, দল মনে করে, এই সংশোধনী মুসলিম সম্প্রদায়ের জন্য উপকারী হবে। এই বিষয়ে, দলের সভাপতি পবন কল্যাণ লোকসভায় জনসেনা সাংসদদের নির্দেশিকা জারি করেছেন, তাঁদের ভোটে অংশগ্রহণ এবং বিলটিকে সমর্থন করার নির্দেশ দিয়েছেন। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা আরএলডি সভাপতি জয়ন্ত চৌধুরী বলেছেন, আমরা এনডিএ-র পাশে আছি। আমরা হুইপ জারি করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande