বিলোনিয়ার সীমান্ত এলাকা ঘুরে পর্যালোচনা বৈঠক করলেন পূর্ত দপ্তরের সচিব
বিলোনিয়া (ত্রিপুরা) , ২০ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করলেন পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ রবিবার তাঁর সাথে সফরকালে ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার সহ জেলা প্র
পর্যালোচনা বৈঠক


বিলোনিয়া (ত্রিপুরা) , ২০ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করলেন পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গিত্যে৷ রবিবার তাঁর সাথে সফরকালে ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা৷ সীমান্ত এলাকা সফর শেষে পর্যালোচনা বৈঠক করেন সচিব কিরণ গিত্যে৷

বৈঠক শেষে পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব জানিয়েছেন, গত আগস্ট মাসের বন্যায় রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। দক্ষিণ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কিছু কিছু কাজ চলছে। কিছু ক্ষেত্রে কাজ শুরু হবে। বর্তমান পরিস্থিতিতে মূল সমস্যাগুলিকে চিহ্নিত করে নতুন ভাবে বিভিন্ন পরিকল্পনাও নেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলে আশা ব্যাক্ত করেন জলসম্পদ ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি বিলোনিয়াবাসীকে আশ্বস্ত করেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই সকলের সহযোগিতা নিয়ে সরকার দ্রুত সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, সম্প্রতি বাংলাদেশ প্রশাসন বিলোনিয়া সীমান্ত এলাকায় একটি বাঁধ নির্মাণ করেছে৷ এই বাঁধ নির্মাণের ফলে সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকটি গ্রাম আসন্ন বর্ষায় জলমগ্ণ হয়ে পড়বে৷ এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande